বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সমন্বয় পরিষদের প্যানেল প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) সদস্য আশিকুর রহমান মিকু।
ঠিক সেই সময়ে হঠাৎই অনুষ্ঠানের পেছনে এসে বসেন সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। মিডিয়া কর্মীরা ঘিরে ধরেন তাকে।
কিছুটা জটলার সৃষ্টি হয়। এই সময় মানিককে আমন্ত্রণ জানিয়ে মিকু বলেন, ‘মানিক ভাই এসেছেন, তাকে স্বাগত জানাই। সম্ভব হলে শান্ত হয়ে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করেন।’ পরে মানিক বলেন, ‘অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হবে বলেই আমি এখানে এসেছিলাম। এছাড়া আর কিছুই নয়।’